রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা যুগপৎসহ ৬২টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। শনিবার (২৮ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করেছে দলটি, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৭/৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরও শীতকালীন এই পিঠা পাঠাচ্ছে দলটি।
পিঠা বিতরণের এই কার্যক্রম রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই উপহার পৌঁছে দিচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শীতকালীন পিঠা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম