কেউ গাড়িতে, কেউ চলছেন পদব্রজে। দেহ মনে তাদের অপার্থিব রোমাঞ্চ, কণ্ঠে তালবিয়া। গন্তব্য-মিনা। রচিত হয়েছে এক অভাবনীয়; অসামান্য অপার্থিব দৃশ্যপট। পবিত্র মক্কা থেকে মিনার পথমালা লাখে লাখে মানুষের পদভারে মুখরিত। আকাশ বাতাস মন্দ্রিত করছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ (আমি হাজির হে আল্লাহ!... বিস্তারিত