ভূমিকম্প কবলিত মিয়ানমারে ত্রাণ বহনকারী চীনা রেড ক্রসের গাড়িবহরে গুলি চালিয়েছে জান্তা সেনারা। ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটি যখন আন্তর্জাতিক সাহায্য পেতে মরিয়া, তখন এই ঘটনা ঘটলো।
স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, ৯টি গাড়ির একটি বহর মঙ্গলবার রাতে ত্রাণ নিয়ে মান্দালয়ের দিকে যাচ্ছিল। রাত ৯টা ২১ মিনিটে উত্তর শান রাজ্যের নওনঘকিও টাউনশিপের ওনমাত্তি গ্রামে এসব গাড়িতে গুলি চালানো হয়।... বিস্তারিত