মিরপুরে পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

4 months ago 58

রাজধানীর মিরপুরের মানিকদী বাজার এলাকায় পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপা পড়ে মো. লতিফ (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হানিফ (৬০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। হানিফকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিন বলেন, ভোরের দিকে মানিকদী বাজার এলাকায় ওয়াসার পাইপলাইনে কাজ করছিলাম আমরা। এমন সময় মাটিচাপা পড়ে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। আমরা তাদের পূর্ণ ঠিকানা জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

Read Entire Article