মিরসরাইয়ে ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

22 hours ago 4

চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ বছরের শিশু ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মিরসরাই উপজেলা নেতারা। বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। প্রতিবাদী জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্র নেতা তাহমিদ খান এবং ছাকিব খান, হোসাইন খান, শাহিন চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদল। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনের নির্দেশনায় যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী আরিফ, সাধারণ সম্পাদক নয়ন, ২নং ওয়ার্ড সভাপতি ইমন দাশ, সাধারণ সম্পাদক নাদির, সাফায়েত, রিয়াজ, তুহিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

জানা গেছে, ঈদের দিন টেলিভিশন দেখতে যাওয়ার পর ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। ঈদের দিন বিকেল সাড়ে ৪টা উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের চিনকির আস্তানা এলাকার শফী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়ির মালিক দুলাল ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক দুলালকে জোরারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেন।

এম মাঈন উদ্দিন/এমআরএম/এমএস

Read Entire Article