মিরসরাইয়ে নদী বাঁচাতে মানববন্ধন

2 hours ago 3

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও দখল রোধ করে সময়োপযোগী নদী শাসন ব্যবস্থা নিশ্চিত করে ভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন করেছে নদী পাড়ের বাসিন্দারা।

রোববার বেলা ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরে ফেনী নদীর উত্তরপাড়ে ভাঙন কবলিত মোল্লাবাড়ি এলাকায় এ মানববন্ধন হয়।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) মানববন্ধনের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন বেলা চট্টগ্রাম কার্যালয়ের সমন্বয়ক মনিরা পারভীন, মাঠ কর্মকর্তা ফারমিন এলাহী, হিসাবরক্ষণ কর্মকর্তা তমিজ উদ্দিন আহমেদ।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, ফেনী নদীতে প্রভাবশালীদের অবৈধভাবে বালু উত্তোলন ও পরিকল্পিত নদী শাসন না থাকায় মোল্লাবাড়ি অংশে নদী ভাঙনে বেশ কিছু পরিবার উদ্বাস্তু হয়ে গেছে। বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আরও শতাধিক পরিবারের।

মানববন্ধনে তারা দাবি করেন, সরকার যাতে দ্রুত ফেনী নদীতে সব প্রকার অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোদে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

Read Entire Article