মিরসরাইয়ে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু

3 hours ago 4

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ডিম বিক্রি কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন বাপ্পি।

ডিম কিনতে আসা জানে আলম বলেন, সরকার নির্ধারিত দামে ডিম পেয়ে অনেক ভালো লাগছে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অতিরিক্ত দাম নিচ্ছে যা কাম্য নয়। তাই এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, সরকারের নির্ধারিত দামে আজ থেকে উপজেলার বিভিন্ন বাজারে ডিম বিক্রি করা হবে। প্রতিদিন ১২০০ ডিম বিক্রি হবে। বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

Read Entire Article