মিরাজ-লিটনের ফিফটি, ব্যবধান কমিয়ে আনছে বাংলাদেশ

1 month ago 15

২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শতরানের দুর্দান্ত এক জুটি করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুই জনই হাঁকান ফিফটি। এতে শুরুর আশঙ্কা কাটিয়ে ব্যবধান কমাচ্ছে বাংলদেশ।

প্রথমে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন লিটন। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। পরের ওভারেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন মেহেদী। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। মিরাজ ৫১ আর লিটন ৫৫ রানে অপরাজিত আছেন। এখনো পাকিস্তান থেকে অর্ধেক (১৩৭ রানে) পিছিয়ে আছে বাংলাদেশ।

আজ রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছিলেন না বাংলাদেশের ব্যাটাররা। বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলা শুরু বাংলাদেশ ২০ রান করতেই হারায় ৪ উইকেট।

শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথমে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। আগের দিন ০ রানে অপরাজিত থাকা জাকির আজ মাঠে নেমে করেছেন মাত্র ১ রান।

এক ওভার পর সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলামও। খুররম শাহজাদের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ১০ রান করেন তিনি। এরপর উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ওই ওভারেই শান্তকে (৬ বলে ৪) বোল্ড করেন খুররম।

পরের ওভারে সাজঘরের পথ ধরেন মুুমিনুল হক। মীর হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ হন তিনি। ২ বলে ১ রান করেন মুমিনুল।

হুড়মুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে স্থির করতে পারলেন না মুশফিকুর রহিমও। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিক আজ ফিরে গেলেন দ্রুতই। মীর হামজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করতে পেরেছেন তিনি।

হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও। ১০ বলে ২ রান করে খুররম শেহজাদের বলে এলবিডব্লিউ হন তিনি। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ।

এমএইচ/জেআইএম

Read Entire Article