মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি

5 months ago 14

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলতে লাহোর কালান্দার্সের ডাক পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি চেয়ে আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি।

অর্থাৎ পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের হয়ে খেলতে আর কোনো বাধা নেই মিরাজের। জানা গেছে, আজ সোমবার রাতেই পাকিস্তানের ফ্লাইট ধরবেন মিরাজ।

মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন মিরাজ।

বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করে টুর্নামেন্টের শেষ পর্যায়ে স্পিন আক্রমণে আরও শক্তিশালী হলো লাহোর।

ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে বিবেচনা করেছে লাহোর। কেননা জাতীয় দলের দায়িত্ব পালন করতে লাহোরের প্লে-অফের ম্যাচগুলো খেলতে পারবেন না একাদশের নিয়মিত মুখ রাজা।

আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যাওয়ে টেস্ট। জাতীয় দলের সাদা জার্সিতে খেলতে লাহোরকে প্লে-অফে তুলেই নটিংহ্যামের উদ্দেশে ছুটছেন রাজা।

উল্লেখ্য, গতকাল রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।

এআরবি/এমএইচ/

Read Entire Article