মির্জা আজমসহ আ’লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা

2 months ago 31

জামালপুরে মির্জা আজমসহ আওয়ামী লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাতে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে মামলাটি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, মামলায় সদর আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু , সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সদস্য নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা অমিতসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, বিএনপির কার্যালয় জবর দখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিলে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হাতে থাকা ককটেল নিক্ষেপ ও শটগান দিয়ে গুলি নিক্ষেপ করার অভিযোগে মামলাটি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, সোমবার রাতে সদর থানায় মামলাটি হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরএইচ/এমএস

Read Entire Article