মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে। এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান। শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানে সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছিল। সে সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। করেন করমর্দন ও কুশল বিনিময়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সভা চলার সময় দলের মহাসচিবের প্রতি তারেক রহমানের এই বিনয়ী সম্মান প্রদর্শন সবার নজর কেড়েছে।
এ সময় দেখা যায়, তারেক রহমান আসন ছেড়ে উঠতে উঠতেই তাকে মির্জা ফখরুল বারবার বসার অনুরোধ জানান। এক পর্যায়ে তিনি নিজে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে আসনে বসান।
শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের মধ্যে এ দৃশ্যটি তাৎপর্যবহ মুহূর্ত হিসেবে আলোচিত হয়। অনেকেই এটিকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানে সম্মান প্রদর্শন এবং শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?