মির্জা ফখরুলের দাবি: নৌকা না থাকলে ধানের শীষ, দাঁড়িপাল্লা স্বাধীনতা-বিরোধী শক্তি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শুধু দুটিই মার্কা – নৌকা আর ধানের শীষ। নৌকা এখন তাঁদের কাছে নেই, তাই ভোট দিতে হবে ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে, তা স্বাধীনতা-বিরোধী দল।শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া, কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারসহ কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধ ও জামাতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, "১৯৭১ সালের কথা আপনাদের মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করবেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে। যুদ্ধের সময় যখন বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন আপনারা, তখন তারা সেসব লুটও করেছে। তাই এই নির্ব

মির্জা ফখরুলের দাবি: নৌকা না থাকলে ধানের শীষ, দাঁড়িপাল্লা স্বাধীনতা-বিরোধী শক্তি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শুধু দুটিই মার্কা – নৌকা আর ধানের শীষ। নৌকা এখন তাঁদের কাছে নেই, তাই ভোট দিতে হবে ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে, তা স্বাধীনতা-বিরোধী দল।

শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া, কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারসহ কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ ও জামাতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, "১৯৭১ সালের কথা আপনাদের মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করবেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে। যুদ্ধের সময় যখন বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন আপনারা, তখন তারা সেসব লুটও করেছে। তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন, আমাদের কাজ করার সুযোগ দিন।"

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি।"

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' চালু করা হবে, যা হবে মা-বোনদের একটি কার্যকর অস্ত্র। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া কৃষকদের জন্য 'কৃষি কার্ড' চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি 'স্বাস্থ্যকার্ডের' মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় নির্বাচনী প্রচারণায় দলের অন্যান্য নেতা-কর্মীরা তাঁর সাথে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow