মির্জাপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত সংদস্য প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি। শনিবার ( ১৩ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি মির্জাপুর পৌর শহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর দুপুরের পর ঢাকায় দুর্বৃত্তের গুলির শিকার হন শরিফ ওসমান হাদি। যিনি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এরআগে গত ৫ই নভেম্বর গুলিবিদ্ধ না হলেও একই ধরনের হামলার শিকার হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। টাঙ্গাইল ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মির্জাপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত সংদস্য প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি।

শনিবার ( ১৩ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি মির্জাপুর পৌর শহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর দুপুরের পর ঢাকায় দুর্বৃত্তের গুলির শিকার হন শরিফ ওসমান হাদি। যিনি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এরআগে গত ৫ই নভেম্বর গুলিবিদ্ধ না হলেও একই ধরনের হামলার শিকার হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

টাঙ্গাইল ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে প্রতিবাদ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow