মির্জাপুরে বিদ্যালয়ের গ্রিলে ঝুলন্ত অবস্থায় মিললো বৃদ্ধের লাশ
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার আলহাজ জনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবনের গ্রীলে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স ৬৫ বছরের মতো হতে পারে বলে পুলিশের ধারণা। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটাতে অবস্থিত ওই বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে দেওহাটা এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। রাতে তিনি স্কুলটির একটি পরিত্যাক্ত ভবনের বারান্দায় ঘুমিয়ে থাকতেন। শনিবার রাত ১১ টার দিকেও তাকে ঘুমিয়ে থাকতে দেখেন স্কুলের নৈশ প্রহরী। তবে সকা ল বে লা তাকে বিদ্যালয়ের অন্য একটি ভবনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশ জানায়, ওই বৃদ্ধ গলায় গোলপোস্টের নেট দিয়ে তাৎক্ষণিকভাবে বানানো রশিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তার পকেটে একটি ইনহেলার ( ঔষধ প্রশ্বাসের যন্ত্র), ৩০ টাকা ও সরকারি হাসপাতালের একটি অস্পষ্ট ডাক্তারি ব্যবস্থাপত্র পাওয়া যায়। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের কাছে পাঠানো হয়ে
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার আলহাজ জনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবনের গ্রীলে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স ৬৫ বছরের মতো হতে পারে বলে পুলিশের ধারণা।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটাতে অবস্থিত ওই বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে দেওহাটা এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। রাতে তিনি স্কুলটির একটি পরিত্যাক্ত ভবনের বারান্দায় ঘুমিয়ে থাকতেন। শনিবার রাত ১১ টার দিকেও তাকে ঘুমিয়ে থাকতে দেখেন স্কুলের নৈশ প্রহরী। তবে সকা ল বে লা তাকে বিদ্যালয়ের অন্য একটি ভবনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পুলিশ জানায়, ওই বৃদ্ধ গলায় গোলপোস্টের নেট দিয়ে তাৎক্ষণিকভাবে বানানো রশিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তার পকেটে একটি ইনহেলার ( ঔষধ প্রশ্বাসের যন্ত্র), ৩০ টাকা ও সরকারি হাসপাতালের একটি অস্পষ্ট ডাক্তারি ব্যবস্থাপত্র পাওয়া যায়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন (পিপিএম) বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে। ব্যবস্থাপত্রের সূত্রধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না করা গেলে তাকে স্থানীয় কোন কবরস্থানে দাফন করা হবে।
What's Your Reaction?