মিশরে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

জুলাই আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তার রুহের মাগফিরাত কামনায় মিশরের রাজধানী কায়রোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে এবং ঝালকাঠি নেছারাবাদ এন এস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘নেছারাবাদ কাফেলা’ এর আয়োজনে এই মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা হজরত কায়েদের নাতি আল্লামা আযীযুর রহমান তাকী এবং সঞ্চালনা করেন নাজমুল হাসান খান। এতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নেতাসহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, মিশরের সভাপতি মাওলানা সাইফুর রহমান আজহারি, সাধারণ সম্পাদক হাফেজ উমায়ের হোসেন ওমর এবং সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। মাহফিলে স্বাগত বক্তব্য দেন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল-আজহার গ্র্যাজুয়েটস, মিশর শাখার চেয়ারম্যান কাজী শামসুদ্দিন সাকিবী আল-আজহারি। তিনি শহীদ শরিফ ওসমান হাদির আদর্শিক দৃঢ়তা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের কথা তুলে ধরে

মিশরে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

জুলাই আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তার রুহের মাগফিরাত কামনায় মিশরের রাজধানী কায়রোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে এবং ঝালকাঠি নেছারাবাদ এন এস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘নেছারাবাদ কাফেলা’ এর আয়োজনে এই মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা হজরত কায়েদের নাতি আল্লামা আযীযুর রহমান তাকী এবং সঞ্চালনা করেন নাজমুল হাসান খান। এতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নেতাসহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, মিশরের সভাপতি মাওলানা সাইফুর রহমান আজহারি, সাধারণ সম্পাদক হাফেজ উমায়ের হোসেন ওমর এবং সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

মিশরে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

মাহফিলে স্বাগত বক্তব্য দেন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল-আজহার গ্র্যাজুয়েটস, মিশর শাখার চেয়ারম্যান কাজী শামসুদ্দিন সাকিবী আল-আজহারি। তিনি শহীদ শরিফ ওসমান হাদির আদর্শিক দৃঢ়তা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে তার দেখানো পথই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, মিশরের সভাপতি মাওলানা সাইফুর রহমান আজহারি শহীদের ঈমানি শক্তি, সাহসিকতা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহর রাস্তায় শাহাদাত লাভকারীরা জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন।

এছাড়া ইত্তিহাদের উপদেষ্টা সাইমুম আল মাহদী আজহারি শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকৃত আজাদি ও ন্যায়ভিত্তিক আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মিশরে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল

শহীদ শরিফ ওসমান হাদির শিশু শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্পূর্ণ শিক্ষাজীবন নেছারাবাদ এন এস কামিল মাদরাসায় সম্পন্ন করেন। এই মাদরাসার দ্বীনি শিক্ষা ও আদর্শিক পরিবেশেই তার চিন্তা-চেতনা ও প্রতিবাদী মননের বিকাশ ঘটে।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত কবুল, রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা আযীযুর রহমান তাকী।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow