মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস-মিষ্টি বিতরণ

2 months ago 36

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালি যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা।

সোমবার (৫ আগস্ট) বিখ্যাত আল-আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা।

মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস-মিষ্টি বিতরণ

সন্ধ্যায় দেশটিতে সম্মিলিত বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তেহাদের অঙ্গ-সংগঠন আজহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে (মদিনাতুল বুউস) বিজয়োত্তোর ক্রিকেট টুর্নামেন্ট, দেশাত্মবোধক গান
শহীদ ভাইদের জন্য দোয়া ও মিষ্টি বিতরণ করে বাংলাদেশি শিক্ষার্থীরা।

মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস-মিষ্টি বিতরণ

‘ইত্তেহাদ’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শান্তি প্রিয় ছাত্র জনতার ওপর ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞের নির্মম মহড়া শুরু পর থেকে আমরা মজলুম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি ও বর্বরতার নিন্দা জ্ঞাপনের সাথে সাথে শিক্ষার্থীদের আন্দোলনের সফলতার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছি।

আমাদের প্রবাস জীবনের সংগ্ৰামী অবস্থান এবং সিয়াম, তিলাওয়াত ও তাহাজ্জুদের জায়নামাজের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন এবং দেশের বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনকে সফলতার পথে এগিয়ে নিয়েছেন।

মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস-মিষ্টি বিতরণ

৫ আগস্ট ২০২৪ স্বৈরাচারী সরকারের পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারগঠন ও পরবর্তী রাষ্ট্র গোছানোর কাজগুলো দেশ প্রেমিকদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে। এমতাবস্থায় আমরা দেশের বিপ্লবী ছাত্রসমাজ, গর্বিত সেনাবাহিনী, আপামর জনতা ও দল-মত নির্বিশেষে সর্বশ্রেণীর আদর্শবান নেতাদের ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে একসাথে অবদান রাখার আহ্বান জানাচ্ছি; যেন ইসলামবিরোধী নাস্তিক্যবাদী শক্তি এ পরিস্থিতির ফায়দা লুটতে না পারে। সেই সাথে মিশরস্থ সকল বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্বের ন্যায় নিজেদের মেধা, জ্ঞান, গবেষণা ও সত্যের পথে আদর্শিক সংগ্ৰামের মাধ্যমে নব্বই শতাংশ মুসলিম জনতার প্রাণের ভূমি আগামীর স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানাচ্ছি।

এমআরএম/এমএস

Read Entire Article