মিশরে হৃদরোগে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

4 weeks ago 19

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী মো. হাবিবুর রহমান আজহারী (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত স্থানীয় সময় ১টা ১০ মিনিটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ২টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তার দেশের বাড়ি বাগেরহাট জেলায়। বাবার নাম আব্দুল হাকিম। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদ থেকে স্নাতক ও তাফিসরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম সময়ে এমফিল থিসিস সম্পন্ন করেন এই কৃতি শিক্ষার্থী।

এক সন্তানের জনক হাবিবুর রহমান আজহারী ২০১৩ সালে উচ্চ শিক্ষার্থে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আসেন। তিনি মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন (কওমি) আল আজহার ওয়েলফেয়ার সোসাইটির অন্তর্বর্তী পরিষদের উপদেষ্টা ছিলেন।

হাবিবুর রহমান আজহারীর জানাজার নামাজ আজ জোহর নামাজের পর আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানী কায়রোর আবুরস্থ বাংলাদেশ দূতাবাসের মাকবারায় (কবরস্থ) দাফন করা হবে।

হাবিবুর রহমান আজহারীর মৃত্যুতে মিশরে বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এমআরএম/জিকেএস

Read Entire Article