মিয়ানমার থেকে পাচারকালে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে মাদক পাচারকালে ১ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নাফনদীর জাদিমুড়া সংলগ্ন সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। আটক রোহিঙ্গা যুবকের নাম মো. সালাম (৩৫)। তিনি টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওলা মিয়ার ছেলে। কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাদিমুড়া সংলগ্ন নাফনদীর সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক কারবারিরা মিয়ানমার থেকে মাদক পাচার করবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দমদমিয়া বিওপির বিজিবির একটি নৌ-টহল দল ১৭ ডিসেম্বর ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন মাদক কারবারি নাফনদীর জাদিমুড়া এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে। অধিনায়ক আরও জানান, সী

মিয়ানমার থেকে পাচারকালে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে মাদক পাচারকালে ১ লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নাফনদীর জাদিমুড়া সংলগ্ন সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটক রোহিঙ্গা যুবকের নাম মো. সালাম (৩৫)। তিনি টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওলা মিয়ার ছেলে।

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাদিমুড়া সংলগ্ন নাফনদীর সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক কারবারিরা মিয়ানমার থেকে মাদক পাচার করবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দমদমিয়া বিওপির বিজিবির একটি নৌ-টহল দল ১৭ ডিসেম্বর ভোরে ওই এলাকায় অবস্থান নেয়।

এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন মাদক কারবারি নাফনদীর জাদিমুড়া এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।

অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow