মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

2 months ago 8

এএফসি এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ উজ্জ্বল করতে মিয়ানমারের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। সেই লক্ষ্যে ইয়াংগুনে স্বাগতিকদের সঙ্গে লড়ছে বাংলাদেশ। ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে চোখে চোখ রেখে খেলছে আফঈদা খন্দকাররা। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ গোল করে এগিয়ে গেছে।

তহুরা খাতুন বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফেলে দেন মিয়ানমারের ডিফেন্ডার। বক্সের কোনায় ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রি কিক মানব দেওয়ালে ফিরলে আবার বল পান তিনি। ঋতুপর্ণা বা পায়ের নিঁখুত শটে পোস্টের কোনা দিয়ে বল জালে পাঠান।

২৫ মিনিটে বাম দিক দিয়ে ঋতুপর্ণার ক্রসে দারুণ সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। তবে শামসুন্নাহার জুনিয়র বলের কাছাকাছি থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। এ গোলটি হলে বাংলাদেশ বিরতিতে যেতে পারতো ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বাহরাইনের বিপক্ষে যে একাদশ নামিয়ে পিটার ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন, সেই একাদশ অপরিবর্তিত রেখেই শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ কয়েক মিনটি মিয়ানমার সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিল। তারা বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণ তছনছ করেও সফলতা পায়নি। অফসাইডের ফাঁদে পড়েছে। সহজ সুযোগ নষ্ট করেছে এবং শট পোস্টে লেগেও ফিরেছে।

আরআই/এমএমআর/জিকেএস

Read Entire Article