মুক্তি না মিললে বিক্ষোভ সমাবেশ চলবে: ইমরান খান

3 days ago 7

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ ২৪ নভেম্বর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। কারণ সরকারের পক্ষ থেকে এই সমাবেশের অনুমোদন দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না।

ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না।

ইমরান খান অভিযোগ করে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করছে না। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও জানান তিনি।

ইমরান খান বলেন, কর্তৃপক্ষ আমার বন্দিকে দীর্ঘায়িত ও বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে চায়।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এখন আর আমাদের বিক্ষোভ ছাড়া কোনো উপায় নাই।

সরকারের আন্তরিকতার ঘাটতি থাকলেও আলোচনার দরজা খোলা থাকবে বলেও উল্লেখ করেছেন ইমরান খান।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এমএসএম

 

Read Entire Article