মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’ 

1 month ago 7

যে পাখি উড়ে যায়, সে অতিক্রম করে অন্য আকাশ। সেই সীমা-পরিসীমা পেরুনো পাখিকে নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের খুলনা বিভাগের প্রতিযোগী অজয় দেব গেয়েছেন ‘ফেরারী পাখি’ শিরোনামের গান। 

গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অজয় দেব বলেন, গানের মাঝেই আমি আমার প্রশান্তি খুঁজে বেড়াই। গান আমার কাছে তাই সাধনার মতো। এই সাধনায় সারাটা জীবন পার করে দিতে চাই।  গান মানুষের জীবনের কথা বলে। ‘ফেরারী পাখি’ গানে আমি জীবনের কিছু বাস্তবতাকে তুলে ধরেছি।  

হৃদয়ের ভাঙচুর নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুণীজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি।  গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। 

গানটির বিষয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিকসহ  দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Read Entire Article