মুক্তিপথ: একাত্তর

সাত মার্চের অগ্নিকণ্ঠ—‘যার যা আছে প্রস্তুত থাকো’পঞ্চান্ন হাজার বর্গমাইলে ভাঙে জনস্রোতপ্রতিরোধ-আগুন—লাল-সবুজসংগ্রামের শেষে মুক্তিপথধ্রুবতারা জ্বলজ্বলে—ষোলোই ডিসেম্বর। গ্রীষ্ম বর্ষা শীত পেরিয়ে বসন্তদুর্বার দুর্লংঘ্য ভেঙে ভেঙে সম্মিলিত মুষ্টিবদ্ধকালুরঘাট থেকে মুজিবনগর হয়ে গড়েছে এ মুক্তিপথএকটি তারা—জ্বলছে অবিরাম—ষোলোই ডিসেম্বর। ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি মানচিত্রষোলোই ডিসেম্বর দিয়েছে একটি পতাকাষোলোই ডিসেম্বর জ্বলছে তো জ্বলছেইষোলোই ডিসেম্বর উড়ছে তো উড়ছেই। এসইউ

মুক্তিপথ: একাত্তর

সাত মার্চের অগ্নিকণ্ঠ—‘যার যা আছে প্রস্তুত থাকো’
পঞ্চান্ন হাজার বর্গমাইলে ভাঙে জনস্রোত
প্রতিরোধ-আগুন—লাল-সবুজ
সংগ্রামের শেষে মুক্তিপথ
ধ্রুবতারা জ্বলজ্বলে—ষোলোই ডিসেম্বর।

গ্রীষ্ম বর্ষা শীত পেরিয়ে বসন্ত
দুর্বার দুর্লংঘ্য ভেঙে ভেঙে সম্মিলিত মুষ্টিবদ্ধ
কালুরঘাট থেকে মুজিবনগর হয়ে গড়েছে এ মুক্তিপথ
একটি তারা—জ্বলছে অবিরাম—ষোলোই ডিসেম্বর।

ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি মানচিত্র
ষোলোই ডিসেম্বর দিয়েছে একটি পতাকা
ষোলোই ডিসেম্বর জ্বলছে তো জ্বলছেই
ষোলোই ডিসেম্বর উড়ছে তো উড়ছেই।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow