মুক্তিযুদ্ধ আমরা করেছি, শেষও আমরাই করেছি : এম সাখাওয়াত

2 months ago 24

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা ৯ মাস মুক্তিযুদ্ধ করেছি, আমরাই শেষ করেছি। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এ ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ভারতের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেটি তার কথা। ১৬ ডিসেম্বর এবং ৯ মাসের যুদ্ধ এটি বাংলাদেশের। ৯ মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে এসে এমন মন্তব্যে যারা যুদ্ধ করেছেন, তারাও আহত হয়েছেন।

বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে বর্তমানে ১০৪ জন ক্যাডেট রয়েছেন। এর মধ্যে তৃতীয় ব্যাচে মঙ্গলবার ৪১ ক্যাডেট গ্র্যাজুয়েশন পান।

Read Entire Article