মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা
নতুন বছর শুরু হতেই যেন চমক দেখাতে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। একটি দুটি নয়, বরং ৩টি বিশাল সিনেমা নিয়ে ২০২৬ সালকে দারুণভাবে স্বাগত জানাতে প্রস্তুত তারা। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রোমাঞ্চকর এক যাত্রার জন্য তৈরি হচ্ছে প্রেক্ষাগৃহগুলো। জানুয়ারি মাসজুড়ে মুক্তি পেতে চলেছে একের পর এক বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার, যেখানে থাকবে টানটান অ্যাকশন আর জমজমাট নাটকীয়তা। তারকাখচিত সিনেমা থেকে শুরু করে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বড় বাজেটের ছবি, সব মিলিয়ে নতুন বছরে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত এই ছবিগুলো। কালবেলার আজকের আয়োজনে থাকছে আসন্ন এই তিন সিনেমার গল্প। লিখেছেন : তামজিদ হোসেন। জন নায়াগান ‘জন নায়াগান’ চলচ্চিত্রের মাধ্যমে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তার চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। রাজনৈতিক অ্যাকশন-ড্রামা ঘরোনার এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে ঘিরে, যিনি দুর্নীতি ও ব্যবস্থাগত অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠেন। গল্পে পুরোনো শত্রুরা যখন পুরোনো হিসাব মেটাতে ফিরে আসে, তখন তিনি বাধ্য হন নেতৃত্বের ভূমিকায়
নতুন বছর শুরু হতেই যেন চমক দেখাতে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। একটি দুটি নয়, বরং ৩টি বিশাল সিনেমা নিয়ে ২০২৬ সালকে দারুণভাবে স্বাগত জানাতে প্রস্তুত তারা। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রোমাঞ্চকর এক যাত্রার জন্য তৈরি হচ্ছে প্রেক্ষাগৃহগুলো। জানুয়ারি মাসজুড়ে মুক্তি পেতে চলেছে একের পর এক বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার, যেখানে থাকবে টানটান অ্যাকশন আর জমজমাট নাটকীয়তা। তারকাখচিত সিনেমা থেকে শুরু করে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বড় বাজেটের ছবি, সব মিলিয়ে নতুন বছরে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত এই ছবিগুলো। কালবেলার আজকের আয়োজনে থাকছে আসন্ন এই তিন সিনেমার গল্প। লিখেছেন : তামজিদ হোসেন।
জন নায়াগান
‘জন নায়াগান’ চলচ্চিত্রের মাধ্যমে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তার চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। রাজনৈতিক অ্যাকশন-ড্রামা ঘরোনার এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে ঘিরে, যিনি দুর্নীতি ও ব্যবস্থাগত অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠেন।
গল্পে পুরোনো শত্রুরা যখন পুরোনো হিসাব মেটাতে ফিরে আসে, তখন তিনি বাধ্য হন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে। একই সঙ্গে তিনি হয়ে ওঠেন এক কিশোরীর জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস—যে নিজস্ব ভয় ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছে। আর এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এ সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রিয়ামনিসহ আরও অনেকে।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি।
পরাশক্তি
১৯৬০-এর দশকের মাদ্রাজ শহরকে পটভূমি করে ‘পরাশক্তি’ এক উত্তাল সময়ের গল্প তুলে ধরতে চলছে, যখন শহরজুড়ে চলছিল তীব্র সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। অশান্তিতে জর্জরিত এক সমাজে বিপরীত আদর্শে বিশ্বাসী দুই ভাই নিজেদের মতবিরোধের মুখোমুখি হতে বাধ্য হয়। ক্রমেই যখন উত্তেজনা চরমে পৌঁছায়, তখন তারা এক শক্তিশালী অভিন্ন শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে একত্রিত হয়। এই সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় ভ্রাতৃত্ব, ত্যাগ ও অদম্য সাহসের এক অনুপ্রেরণাদায়ক গল্প, যা সমাজে চলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
সিনেমাটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এ ছবিটিতে অভিনয় করেছেন শ্রীলীলা, শিবাকার্তিকেয়ন,রানা দাগ্গুবতিসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১০ জানুয়ারি।
দ্য রাজা সাব
‘দ্য রাজা সাব’ একটি রোমান্টিক ফ্যান্টাসি হরর কমেডি সিনেমা, যেখানে প্রভাসকে দেখা যাবে প্রাণবন্ত ও ব্যতিক্রমী এক প্রধান চরিত্রে। মারুথির পরিচালনায় নির্মিত এই ছবির গল্প এক যুবককে ঘিরে, যে ধনী হওয়ার আশায় তার দাদার বিশাল পৈতৃক প্রাসাদটি বিক্রি করতে চায়।
কিন্তু তার সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায়, যখন সে জানতে পারে—বাড়িটিতে তার দাদার আত্মায় ভূতুড়ে হয়ে আছে। প্রেম, হাস্যরস ও অতিপ্রাকৃত রোমাঞ্চের মিশেলে গল্পটি ভৌতিকভাবে এগিয়ে চললেও, সেখানে রয়েছে মজাদার নানা ঘটনা, এবং ভূতুঁরে অবস্থা থেকে বাঁচতে প্রভাসকে চালাতে হয় প্রাণপণ সংগ্রাম। প্রভাসের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, বোমান ইরানিসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৯ জানুয়ারি।
What's Your Reaction?