মুক্তির দাবিতে কারাগারে অনশনে দুই জেএমবি কর্মী

2 months ago 34

খুলনা জেলা কারাগার থেকে মুক্তির দাবিতে গত এক সপ্তাহ ধরে অনশন করছেন জামাত উল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই কর্মী। বর্তমানে তারা কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন প্রধান ওই দুই কয়েদীর অনশনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন, নাশকতার মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি অনিক ও তার সহযোগী গত এক সপ্তাহ ধরে কারাগারে অনশন শুরু করেন। তাদের দাবি পরিবর্তীত সরকার যেন তাদের মুক্তি দেয়। দাবি আদায়ে তারা অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ভালো আছেন।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

Read Entire Article