মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন

4 days ago 6
মণিপুরে সংঘাত অব্যাহত রয়েছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছে নাগরিক সমাজ। ১১ নভেম্বর মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলিবিনিময় হয়। সে সময় রিলিফ ক্যাম্প থেকে তিন নারী ও তিন শিশু নিখোঁজ হয়। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অবশেষে শনিবার জিরিবাম জেলায় বরাক নদ থেকে দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার আরও দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার হয়েছিল। এর পরই ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন মণিপুর রাজ্যের সাত জেলায় কারফিউ জারি করেছে এবং এসব স্থানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Read Entire Article