মুগ্ধতা ছড়িয়ে পঞ্চগড়ে দেখা দিয়েছে কাঞ্চনজংঘা

2 hours ago 5
অপেক্ষার প্রহর শেষ। মধ্য অক্টোবর থেকে কাঞ্চনজংঘা সৌন্দর্যের প্রাচুর্য নিয়ে অবারিতভাবে নিজেকে মেলে ধরলেও এবার বেশ কিছু দিন থেকেই হতাশ করছিল প্রেমিকদের। প্রকৃতির নানা খেলায় দেখা মিলছিলো না এই পর্বতের। হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন পর্যটকেরা। কিন্তু বুধবার থেকে আবার জেগে উঠেছে বরফ ঢাকা এই পর্বত। হেমন্তের ছোঁয়া মাখা হিমালয়ের চাদর বিছানো সমতল অঞ্চল পঞ্চগড়ের মাঠজুড়ে ধান পাকা শুরু হয়েছে। আর ঠিক এই সময়ে হিমালয় কন্যা খ্যাত শীত প্রধান এই জেলায় অনুভূত হচ্ছে মধুর শীতের আমেজ। ভোর বেলায় কুয়াশা পড়ছে। ঝড়ছে শিশির বিন্দু। ধানের শীস বা ঘাসের উপর শিশির কনা মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। কুয়াশা আর শীতের আমেজে বিরাজ করছে
Read Entire Article