মুগ্ধতায় শায়না আমিন

শায়না আমিন। যার নাম শুনলেই মনে পড়ে যায় ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গানটির কথা। সেই গানে অভিনয় করে রাতারাতি দর্শক জনপ্রিয়তা পান তিনি। খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলেন শায়না। এরপর আর তাকে দেখা যায়নি শোবিজ অঙ্গনে। কিন্তু দীর্ঘদিন তাকে পর্দায় দেখা না গেলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি শায়না। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে আজও ভক্তদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন এই সুন্দরী।  সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে শীত স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়,  নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর এদিকে তার এই স্নিগ্ধ রূপ দ

মুগ্ধতায় শায়না আমিন

শায়না আমিন। যার নাম শুনলেই মনে পড়ে যায় ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গানটির কথা। সেই গানে অভিনয় করে রাতারাতি দর্শক জনপ্রিয়তা পান তিনি। খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলেন শায়না। এরপর আর তাকে দেখা যায়নি শোবিজ অঙ্গনে। কিন্তু দীর্ঘদিন তাকে পর্দায় দেখা না গেলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি শায়না। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে আজও ভক্তদের সঙ্গে সংযোগ রেখে চলেছেন এই সুন্দরী। 

সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কাড়ল ভক্তদের; সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে শীত স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন শায়না। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়,  নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি। খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায়।

আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।’ আর এদিকে তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্ত। 

উল্লেখ্য, আলো-ঝলমলে শোবিজের জীবন পেছনে ফেলে শায়না আমিন বেছে নিয়েছেন একান্ত পারিবারিক শান্তি। দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে নিয়ে প্রবাসে সুখের দিন কাটাচ্ছেন তিনি। বছরখানেক আগে দেশে ফিরলেও তখনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, অভিনয়ে ফেরার তার কোনো পরিকল্পনা আপাতত নেই।

তবে পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেননি শায়না। প্রবাসের নিরিবিলি জীবনে নিজের মতো করে সাজানো নান্দনিক মুহূর্তগুলো নিয়মিত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। 

তাই হয়তো বলা যায়, ক্যামেরার আলো নয়, আজ শায়না আমিনের জীবনের কেন্দ্রজুড়ে রয়েছে শান্তি, পরিবার আর এক ভিন্ন রকম সুখের গল্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow