মুজিবনগর সীমান্তে ৩০ জনকে পুশইন

3 months ago 30

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
এদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। তাদের দাবি তারা সবাই বাংলাদেশের নাগরিক।

আটকদের কয়েকজন জানান, অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আটকদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা।

আজ ভোরে বিএসএফ তাদেরকে মুজিবনগর সীমান্তে নিয়ে আসে। সেখানে আনন্দবাস সীমান্তের ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়।

মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, বিজিবি আটক করে তাদেরকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

Read Entire Article