মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর বলেছেন, দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় হয় ২০ হাজার কোটি টাকা। তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাঁটা নোটের সমস্যা দূর হবে। নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডের একটি হোটেলের সেমিনার রুমে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। গভর্নর বলেন, নারী উদ্যোক্তা, কৃষির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ওপর নজরদারি বাড়ানো হবে। এসএমই, নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ঋণের প্রবাহটা আরও কীভাবে বাড়ানো যায়, তার জন্য কার্যপ্রণালি তৈরি করার কথা বলা হয়েছে। সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের হাতে ৩৫ হাজার কোটি টাকা আছে এসএমই সেক্টরের জন্য, যা খুব স্বল্প সুদে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আরও কঠোর হবো। ব্যাংকগুলোর উদ্দেশে গভর্নর বলেন, ব্যাং

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর বলেছেন, দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় হয় ২০ হাজার কোটি টাকা। তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাঁটা নোটের সমস্যা দূর হবে। নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামূলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডের একটি হোটেলের সেমিনার রুমে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

গভর্নর বলেন, নারী উদ্যোক্তা, কৃষির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ওপর নজরদারি বাড়ানো হবে। এসএমই, নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ঋণের প্রবাহটা আরও কীভাবে বাড়ানো যায়, তার জন্য কার্যপ্রণালি তৈরি করার কথা বলা হয়েছে। সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের হাতে ৩৫ হাজার কোটি টাকা আছে এসএমই সেক্টরের জন্য, যা খুব স্বল্প সুদে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আরও কঠোর হবো।

ব্যাংকগুলোর উদ্দেশে গভর্নর বলেন, ব্যাংকিং খাত এখনো করপোরেটমুখী বড়দের দিকে তাকিয়ে থাকে। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে এসএমই, উদ্যোক্তা ও কৃষি খাতে অবশ্যই লোন বাড়াতে হবে। এবং তা অবশ্যই বড় আকারে বাড়াতে হবে। 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. হাবিবুর রহমান, বরিশাল শাখার নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুদ, প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের ডেপুটি পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসের প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow