মুন্সিগঞ্জ থেকে নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

1 month ago 26

দেশের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। আজ ১৭ ফেব্রুয়ারি, হিমি নিজেই এই তথ্য জানিয়ে ফেসবুকে হারানো বিজ্ঞপ্তির পোস্ট করেছেন। পোস্টে তার নানার জাতীয় পরিচয়পত্রও উল্লেখ করেছেন।

হিমি বলেন, ‌‘আমার নানার ভুলে যাওয়ার অসুখ আছে। খুব কমন বিষয়গুলোও তিনি ভুলে যান। আজ সকাল থেকে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দিতে ছিলেন সর্বশেষ। সেখান থেকেই নিখোঁজ হয়েছেন।’

মুন্সিগঞ্জ থেকে নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

হিমি আরও জানান, স্থানীয় থানায় যোগাযোগ করেছে তার পরিবার। যে যার জায়গা থেকে অনুসন্ধান চালাচ্ছেন। যদি কেউ সন্ধান পাান যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

হিমির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৮১৯২৯৫০৪৭- এই নম্বরে।

হিমির নানার নাম রহমত উল্লাহ খান। উনার বয়স হয়েছে ৮২ বছর।

এলআইএ/এমএস

Read Entire Article