মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক সিনহা, সদস্যসচিব মহিউদ্দিন

2 days ago 10

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও সাবেক এমপি আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তবে, এতে কমিটির মেয়াদের কথা উল্লেখ নেই।

সাত সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সিরাজদিখান উপজেলার মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।

এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সাবেক এমপি আব্দুল হাইকে আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্যসচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় তার ছোট ভাই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলার হাল ধরেন।

এসআর/জেআইএম

Read Entire Article