মুন্সীগঞ্জের অন্যতম বিখ্যাত জলাভূমি আড়িয়ল বিল। বছরের এই সময়ে বিলে তেমন পানি না থাকায় উৎপাদন করা হয় নানা জাতের শস্য। উৎপাদিত ফসলের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে দীর্ঘাকৃতির মিষ্টিকুমড়া। সর্বোচ্চ ৮০-৯০ কেজি পর্যন্ত ওজনের মিষ্টিকুমড়ার দেখা মেলে আড়িয়ল বিলে।
The post মুন্সিগঞ্জের আড়িয়ল বিলের মাঠে উৎপাদন হচ্ছে বিশালাকৃতির মিস্টিকুমড়া appeared first on চ্যানেল আই অনলাইন.