মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।   মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মিনহাজুল আলম কালবেলাকে জানান, গত বছর ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে (২৪) শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে।

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।  

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মিনহাজুল আলম কালবেলাকে জানান, গত বছর ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে (২৪) শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow