মুন্সীগঞ্জে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন

1 month ago 5
মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০টি দলিল লেখকদের দোকান পুড়ে ছাই হয়ে যায়।   শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সাবরেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ওই অগ্নিকাণ্ড ঘটে।  ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ২টার কিছুক্ষণ আগে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে দুটি ইউনিট চলে যায়। পরে আরও দুই ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে। 
Read Entire Article