মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস গৃহায়ন উপদেষ্টার

3 months ago 61
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন। এন সময় তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শ্রীনগর বাজারে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে অগ্নিকাণ্ডে জেলার শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৯টির অধিক দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারজুড়ে ক্ষতিগ্রস্তদের আহাজারি ও কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Read Entire Article