মুফতি সাঈদকে অপহরণের অভিযোগ
ইসলামি আলোচক ও কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাঈদ আহমাদকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তাকে অপহরণের বিষয়ে কলরবের উপস্থাপনা ও আবৃত্তি পরিচালক ইলিয়াস হাসান সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফেস দ্যা পিপল নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়, জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে অজ্ঞাত একদল লোক তাকে অপহরণ করে নিয়ে গেছে। কলরবের উপস্থাপনা ও আবৃত্তি পরিচালক ইলিয়াস হাসান ফেস দ্যা পিপলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।