মুরগি ব্যবসায়ী হত্যায় প্রধান আসামি সাকিল গ্রেপ্তার 

2 days ago 7

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় ছুরিকাঘাতে মুরগি ব্যবসায়ী হুসাইন শুভ (৩৫) নিহত হয়েছেন। এ হত্যা মামলার প্রধান আসামি সাকিলকে (২৪) রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এবং লালবাগ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, সাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িতদের নাম পাওয়া গেলে তাদেরও শিগগির গ্রেপ্তারের আওতায় আনা হবে।

Read Entire Article