হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। দুই ঘণ্টা যাবত এ অবরোধ চলায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন কয়েকটি গ্রামের মানুষ।
এলাকাবাসী জানান, প্রায় ১৫ বছর যাবত সিপি বাংলাদেশ নামে একটি কোম্পানি মুরগির হ্যাচারি ভাড়া নেয়। গত দুই বছর পূর্বে তাদের চুক্তি শেষ হলে নতুন করে প্রতিষ্ঠানের মালিক কুইক চিকস লিমিটেড নামে মুরগির হ্যাচারি পরিচালনা করলে তাদের ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে মাছির উপদ্রব বেড়ে যায়। যার কারণে স্থানীয় বিহারীপুর, পূর্ব জয়পুর, কান্দিগাঁও, খোজারগাঁও, বানিয়াগাঁওসহ প্রায় দশটি গ্রামের মানুষ মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
অবিলম্বে কুইক চিকস কোম্পানির ম্যানেজার মো. আব্দুল হককে প্রত্যাহার ও আগামী ৫ দিনের মধ্যে দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ইউএনও, ওসি ও স্থানীয় নেতারা দীর্ঘ সময় এলাকাবাসীর সঙ্গে কথা বলে কুইক চিকস লিমিটেড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা কুইক চিকস কোম্পানি পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজি সামছুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।