মুরাদনগরে কায়কোবাদের ‘তারুণ্যের ভাবনায়’ তরুণ-শিক্ষার্থীদের ঢল

2 hours ago 5

বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলা ঘটে। অনেকে প্রথমবারের মতো সরাসরি তাদের প্রিয় দাদাভাইকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের দাদাভাই দাদাভাই স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

উল্লেখ্য, মুরাদনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে উপজেলার সব মাদ্রাসা, স্কুল ও কলেজশিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি আনন্দ-উচ্ছ্বাসে রূপ নেয়। চমকপ্রদ এ মতবিনিময় সভার আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা। দেশে এই প্রথম তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি সর্বমহলে প্রশংসিত।

সাবেক মন্ত্রী কায়কোবাদ মুরাদনগরের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার তহবিল গঠনের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ ছাড়াও মুরাদনগরের স্কুল থেকে ২, মাদ্রাসা থেকে ২ ও কলেজ থেকে ২ জন করে মোট ৬ মেধাবী শিক্ষার্থীকে আগামী বছর পবিত্র ওমরাহ করানোর প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বর্ষীয়ান এ নেতা বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কায়কোবাদের দুই ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী ও কাজী শাহ আরফিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসামী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাঁধন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

Read Entire Article