মুরাদনগরের ঘটনায় ওসির প্রত্যাহার চায় বিএনপি

2 months ago 5

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি। এসময় মুরাদনগর থানার (ওসি) জাহিদুর রহমানের প্রত্যাহার দাবি করেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৯ জুন) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। স্থানীয় ওসি ও একজন উপদেষ্টার বাবার পৃষ্ঠপোষকতায় তারা আবার মাঠে সক্রিয়। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা না হলে ফজর আলী এমন বর্বর ঘটনা ঘটাতে পারতেন না। আমরা মুরাদনগর থানার ওসির প্রত্যাহার চাই। যুবলীগ নেতা আরিফ ওসি জাহিদুর রহমানের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে এটি বিএনপির কর্মকাণ্ড বলে প্রচার করেন। আমাদের ধারণা, ওসি ও যুবলীগ নেতা আরিফ মিলে অপপ্রচার চালিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের খেপিয়ে দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে।

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিনা আক্তার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন রায়হান প্রমুখ।

অভিযোগের বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মুরাদনগরে আসার পর থেকে এখন পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

Read Entire Article