মুশফিককে নিয়ে তামিমের আবেগঘন ভিডিওবার্তা

10 hours ago 9
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আসার পরই বন্ধু ও সাবেক ওপেনার তামিম ইকবাল মাঝরাতে ভিডিও বার্তা দিয়ে শেয়ার করলেন তার আবেগঘন প্রতিক্রিয়া। নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, ‘আজ এমন একজন ব্যক্তি অবসর নিল, যার সঙ্গে আমার প্রায় ২০ থেকে ২৫ বছরের জার্নি। শুধু একটি স্ট্যাটাস দিয়ে বোঝানো সম্ভব নয়, মুশফিকের প্রতি আমার অনুভূতি কতটা গভীর।’ তামিম আরও বলেন, ‘আমাদের বন্ধুত্বের শুরু অনূর্ধ্ব-১৫ দল থেকে। কেমন করে একটা ছেলে এতটা পরিশ্রম করতে পারে! যে পরিমাণ কষ্ট করা সম্ভব, আমার মনে হয় সে তার সবটুকু দিয়ে দিয়েছে। তার খেলার প্রতি ভালোবাসা ও ডেডিকেশন অবিশ্বাস্য। আমরা মাঝে মাঝে মজা করে বলতাম, এত কষ্ট কীভাবে করে! কিন্তু ওর জন্য আজকের দিনটা কতটা কঠিন, আমি তা খুব ভালো বুঝতে পারছি।’ মুশফিকের অবসরের খবর ক্রিকেটপ্রেমীদের কাছে একটি আবেগঘন মুহূর্ত হয়ে ধরা দিয়েছে। ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেকের পর দীর্ঘ ১৯ বছরে ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। বিদায় বেলায় মুশফিক নিজেও লিখেছেন, ‘আমি সবসময় নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলেছি। যদিও আমাদের অর্জন সীমিত, তবে দেশের হয়ে মাঠে নামতে পারাটা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।’ সাম্প্রতিক সময়ে খারাপ ফর্ম ও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিলেন মুশফিক। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেন, ‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’ বন্ধুর বিদায়ে আবেগাপ্লুত তামিম আরও বলেন, ‘আমি আশা করি, টেস্ট ফরম্যাটে তুই ১০০তম ম্যাচটা খেলবি। একজন বন্ধু হিসেবে এটা আমার চাওয়া।’ বাংলাদেশ ক্রিকেটের দুই অভিজ্ঞ তারকার একসঙ্গে পথচলার গল্পে হয়তো ইতি টানল ওয়ানডে থেকে মুশফিকের অবসর। তবে তার এই দীর্ঘ ক্যারিয়ার, নিরলস পরিশ্রম ও দেশপ্রেম চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য।
Read Entire Article