মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া। অভিজ্ঞ এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসান সাকিবসহ মাহমুদউল্লাহ রিয়াদরা। মুশফিকের এমন বিশেষ দিনে তার প্রশংসায় মাতেন দুবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।  বুধবার (১৯ নভেম্বর) মুশফিকের শততম টেস্ট শুরুর আগে তার হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান। এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন।  পন্টিং মনে করেন, সময়ের সাথে মুশফিক নিজেকে আরও শানিত করে তুলেছেন। হাই কোয়ালিটি ক্রিকেটার হিসেবেও মুশফিককে অভিহিত করেন তিনি। আইসিসি রিভিউয়ের পডকাস্টে পন্টিং বলেন, ‘এটা অবিশ্বাস্য অর্জন। প্রথম বাংলাদ

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া। অভিজ্ঞ এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসান সাকিবসহ মাহমুদউল্লাহ রিয়াদরা। মুশফিকের এমন বিশেষ দিনে তার প্রশংসায় মাতেন দুবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। 

বুধবার (১৯ নভেম্বর) মুশফিকের শততম টেস্ট শুরুর আগে তার হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান। এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। 

পন্টিং মনে করেন, সময়ের সাথে মুশফিক নিজেকে আরও শানিত করে তুলেছেন। হাই কোয়ালিটি ক্রিকেটার হিসেবেও মুশফিককে অভিহিত করেন তিনি। আইসিসি রিভিউয়ের পডকাস্টে পন্টিং বলেন, ‘এটা অবিশ্বাস্য অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট। আমি সবসময়ই বলি, হাই কোয়ালিটি ক্রিকেটারদের আমি বিচার করি তারা কত দীর্ঘ সময় ধরে উঁচু পর্যায়ে খেলছে এবং পারফর্ম করছে তার ওপর।’

মুশফিককে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পন্টিং আরও বলেন, ‘আপনি যখন ৮০, ৯০ ম্যাচ খেলে ফেলবেন তখন আপনি ভালো খেলার উপায়টা পেয়ে যান এবং আরও ভালো করতে থাকেন। কাজটা সহজ নয় মোটেও বিশেষ করে ক্যারিয়ারের শেষদিকে। এটা দুর্দান্ত অর্জন (১০০ টেস্ট খেলা)। মুশফিককে আমি তার শততম টেস্টে শুভকামনা জানাই। আশা করি ওর ক্যারিয়ারের অন্যতম গ্রেট টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow