মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন আইরিশ কোচ
বাংলাদেশ ক্রিকেটে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের জার্সিতে সবচেয়ে দীর্ঘসময় ধৈর্য, নিবেদন আর পেশাদারিত্বে যে নামটি অবিচল—তিনি এবার স্পর্শ করতে যাচ্ছেন এমন এক মাইলফলক, যেখানে আগে কোনও বাংলাদেশি পৌঁছাতে পারেননি। ঢাকা টেস্টেই যদি সব ঠিক থাকে, পূর্ণ হবে তার শততম টেস্টের মুকুট। আর এই অর্জনের আগেই আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু হয়েছে প্রশংসা। আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান—যিনি কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের আলাদা চোখে দেখতে অভ্যস্ত—মুশফিকের এই ধাপে পৌঁছানোকে দারুণ প্রাপ্য বলে মনে করছেন। কেবল অভিনন্দনই নয়, তিনি তুলে ধরেছেন এমন কিছু দৈনন্দিন চিত্র, যা বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের অদম্য মানসিকতার পরিচয় দেয়। মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেন, “১০০ টেস্ট… নিজের দেশের হয়ে এমন মাইলফলকে পৌঁছানো সহজ বিষয় নয়। এতে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, টেস্ট ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা। এমন অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।” মুশফিককে নিয়ে মালানের বিশ্লেষণ আরও গভীরে গিয়ে বলেন, “তার প্রফেশনালিজমই তাকে আলাদা করে। আমি খুব সকালে উঠি, তখনই দেখি সে ব্রেকফাস্টে। মাঠে গেলে দেখি—ব্যাটিং শু
বাংলাদেশ ক্রিকেটে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের জার্সিতে সবচেয়ে দীর্ঘসময় ধৈর্য, নিবেদন আর পেশাদারিত্বে যে নামটি অবিচল—তিনি এবার স্পর্শ করতে যাচ্ছেন এমন এক মাইলফলক, যেখানে আগে কোনও বাংলাদেশি পৌঁছাতে পারেননি। ঢাকা টেস্টেই যদি সব ঠিক থাকে, পূর্ণ হবে তার শততম টেস্টের মুকুট। আর এই অর্জনের আগেই আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু হয়েছে প্রশংসা।
আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান—যিনি কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের আলাদা চোখে দেখতে অভ্যস্ত—মুশফিকের এই ধাপে পৌঁছানোকে দারুণ প্রাপ্য বলে মনে করছেন। কেবল অভিনন্দনই নয়, তিনি তুলে ধরেছেন এমন কিছু দৈনন্দিন চিত্র, যা বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের অদম্য মানসিকতার পরিচয় দেয়।
মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেন, “১০০ টেস্ট… নিজের দেশের হয়ে এমন মাইলফলকে পৌঁছানো সহজ বিষয় নয়। এতে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, টেস্ট ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা। এমন অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।”
মুশফিককে নিয়ে মালানের বিশ্লেষণ আরও গভীরে গিয়ে বলেন, “তার প্রফেশনালিজমই তাকে আলাদা করে। আমি খুব সকালে উঠি, তখনই দেখি সে ব্রেকফাস্টে। মাঠে গেলে দেখি—ব্যাটিং শুরু করে দিয়েছে, অনেকে এখনো মাঠেই আসেনি। ধারাবাহিকভাবে এমন রুটিন ধরে রাখলে পারফরম্যান্স আসবেই, আর তার ক্যারিয়ার সে কথারই প্রমাণ।”
বছরের পর বছর দেশের ক্রিকেটে নির্ভরতার প্রতীক মুশফিক এবার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্টের মাইলফলকে নাম লেখাতে চলেছেন। সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে বাংলাদেশ এখন ১–০তে এগিয়ে। এই ছন্দ ধরে রাখতে ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দল, আর সবার চোখ থাকবে—এই ম্যাচেই কি নতুন ইতিহাসের জন্ম হয়।
যে কোন সংস্করণেই দলকে এখন নেতৃত্ব না দিলেও মানসিকভাবে নেতৃত্ব দেন মুশফিক। তাই তার শততম টেস্ট শুধু একটি সংখ্যার গল্প নয়, এক যুগের বেশি সময় ধরে গড়া এক অনুটনীয় অধ্যায়ের সম্মাননা।
বাংলাদেশ দলে অভিজ্ঞতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকা মুশফিকের এই মাইলফলক তাই শুধু তাঁর নয়—এ দেশের ক্রিকেটেরও গর্বের মুহূর্ত হতে চলেছে।
What's Your Reaction?