মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম টেস্ট খেলতে নামলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সতীর্থের এমন কীর্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের মতো সাকিব অনুপ্রাণিত হয়েছেন মুশফিক থেকে। যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিনই মুশিকে নিজের অধিনায়কের আসনে সম্মানিত করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমার মনে পড়ে, আপনি যখন লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন, আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং অসংখ্য বাংলাদেশি ক্রিকেটারকে অনুপ্রাণিত করে আসছেন। দীর্ঘদিন ধরে আপনি খেলে যাচ্ছেন, আর আপনার খেলায় সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। যতদিন ক্রিকেট খেলব—আজ, কাল, ভবিষ্যৎ—আপনিই আমার অধিনায়ক থাকবেন।’ মুশফিককে শততম টেস্ট খেলার কীর্তিতে অভিনন্দন জানিয়ে সাকিব আরও

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম টেস্ট খেলতে নামলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সতীর্থের এমন কীর্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের মতো সাকিব অনুপ্রাণিত হয়েছেন মুশফিক থেকে। যতদিন খেলা চালিয়ে যাবেন ততদিনই মুশিকে নিজের অধিনায়কের আসনে সম্মানিত করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমার মনে পড়ে, আপনি যখন লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন, আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং অসংখ্য বাংলাদেশি ক্রিকেটারকে অনুপ্রাণিত করে আসছেন। দীর্ঘদিন ধরে আপনি খেলে যাচ্ছেন, আর আপনার খেলায় সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। যতদিন ক্রিকেট খেলব—আজ, কাল, ভবিষ্যৎ—আপনিই আমার অধিনায়ক থাকবেন।’ মুশফিককে শততম টেস্ট খেলার কীর্তিতে অভিনন্দন জানিয়ে সাকিব আরও বলেন, ‘মুশফিক ভাই, আপনার শততম টেস্ট ম্যাচের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল আমি দেখেছিলাম, তেমনি শততম টেস্টের প্রতিটি বলও দেখব। আমি আশা করি, আপনি এ ম্যাচটি উপভোগ করবেন, আপনার সঙ্গে মাঠে থেকে এই গৌরবময় অর্জন উদযাপন করতে পারলে ভালো লাগত।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow