মুসলমানের ছয় অধিকার

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘এক মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে—১. যখন সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেবে; ২. দাওয়াত দিলে গ্রহণ করবে; ৩. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে; ৪. অসুস্থ হলে তাকে দেখতে যাবে; ৫. মৃত্যুবরণ করলে তার জানাজায় হাজির হবে; ৬. তার জন্য তাই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করবে।’ (ইবনে মাজা: ১৪৩৩) শিক্ষা ১. এক মুসলমান অন্য মুসলমানের কাছে এ অধিকারগুলোর দাবি রাখে। প্রত্যেক মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ ব্যবহার করা এবং এসব হক সম্পর্কে সচেতন থাকা। ২. সালাম হলো এক মুসলমানের পক্ষ থেকে অপর মুসলমানের জন্য বিশেষ দোয়া। এর বেশি বেশি প্রসার করা চাই। ৩ এক মুসলমানের পক্ষ থেকে অপর মুসলমান দাওয়াতের হক ও অধিকার রাখেন। অন্যদের দাওয়াত দেওয়া। অন্য কেউ দাওয়াত দিলে গ্রহণ করা। ৪. কেউ হাঁচি দিলে হাঁচির দোয়া হিসেবে ‘আলহামদুলিল্লাহ’ পড়া। পাশে কেউ থাকলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে জবাব দেওয়া।

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘এক মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে—১. যখন সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেবে; ২. দাওয়াত দিলে গ্রহণ করবে; ৩. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে; ৪. অসুস্থ হলে তাকে দেখতে যাবে; ৫. মৃত্যুবরণ করলে তার জানাজায় হাজির হবে; ৬. তার জন্য তাই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করবে।’ (ইবনে মাজা: ১৪৩৩)

শিক্ষা

১. এক মুসলমান অন্য মুসলমানের কাছে এ অধিকারগুলোর দাবি রাখে। প্রত্যেক মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ ব্যবহার করা এবং এসব হক সম্পর্কে সচেতন থাকা।

২. সালাম হলো এক মুসলমানের পক্ষ থেকে অপর মুসলমানের জন্য বিশেষ দোয়া। এর বেশি বেশি প্রসার করা চাই।

৩ এক মুসলমানের পক্ষ থেকে অপর মুসলমান দাওয়াতের হক ও অধিকার রাখেন। অন্যদের দাওয়াত দেওয়া। অন্য কেউ দাওয়াত দিলে গ্রহণ করা।

৪. কেউ হাঁচি দিলে হাঁচির দোয়া হিসেবে ‘আলহামদুলিল্লাহ’ পড়া। পাশে কেউ থাকলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে জবাব দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow