মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য

12 hours ago 5

ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৫ সালে মুসলিম সম্প্রদায়ের জন্য আগে থেকেই ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার( ২৩ অক্টোবর) আগুনে পুড়ে যাওয়া পিসহ্যাভেনের মসজিদ দেখতে গিয়ে এই ঘোষণা দিয়েছে স্টারমার।

স্টারমার বলেন, আমরা চাই মুসলিম সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারুক। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সহায়তা করবে।

আরও পড়ুন>>
সিনাগগে হামলার পর যুক্তরাজ্যের একটি মসজিদে আগুন

মুসলিম বিদ্বেষের জেরে অক্টোবর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের একটি মসজিদে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি ও একজন মুসল্লি মসজিদের ভেতরেই অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৯ টা ৫০ মিনিটের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে। এরপর পেট্রোল ঢেলে মসজিদের দরজায় আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় মসজিদের প্রবেশদ্বার এবং এর সামনের রাস্তায় রাখা একটি গাড়ি পুড়ে গিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে ব্রিটেনে মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি
কেএম

 

Read Entire Article