মুসিয়ালা ম্যাজিক! অকল্যান্ডকে ১০-০তে গুঁড়িয়ে দিল বায়ার্ন

3 months ago 23
বায়ার্ন ও জার্মান তরূণ সেনসেশন জামাল মুসিয়ালা ফিরেছেন ইনজুরি কাটিয়ে, আর ফিরেই যেন ঝড় তুললেন ক্লাব বিশ্বকাপে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে অনুষ্ঠিত ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখ ১০-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে। এই জয়ে ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে জার্মান চ্যাম্পিয়নরা।   ম্যাচের শুরু থেকেই একতরফা দাপট দেখিয়েছে বায়ার্ন। ষষ্ঠ মিনিটেই জসুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করেন কিংসলে কোমান। এরপর ১৮ থেকে ২১ মিনিটের মধ্যে মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে তিনটি গোল—সাচা বোয়ে নিজের প্রথম গোল করেন, মাইকেল ওলিসে বাড়ান ব্যবধান, আর কোমান করেন নিজের দ্বিতীয় গোল।   প্রথমার্ধ শেষ হওয়ার আগে থমাস মুলার এবং ওলিসে আরও দুটি গোল করলে বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৬-০। ম্যাচ তখনই কার্যত শেষ, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মঞ্চ দখল করেন জামাল মুসিয়ালা।   ৬৭ মিনিটে নিজের চেনা স্টাইলে বাঁকানো শটে শুরু করেন গোল উৎসব, এরপর ৭৩ মিনিটে নিজের আনা পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। শেষ গোলটি আসে ৮৪ মিনিটে, প্রতিপক্ষের রক্ষণভাগের চরম ভুলে হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ তারকা। ৮৯ মিনিটে থমাস মিলার তার দ্বিতীয় গোল করে বায়ার্নের স্কোর দাঁড় করান ১০-০।   এদিন মাঠে উপস্থিত ছিলেন ২১ হাজারেরও বেশি দর্শক। তাদের সামনে এক অভাবনীয় পারফরম্যান্স উপহার দিয়ে নতুন ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ—পুরুষদের ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এখন তাদের দখলে।   এমন রাজসিক সূচনায় গ্রুপ পর্বেই অন্য দলগুলোর জন্য বড় বার্তা পাঠিয়ে দিল কোম্পানির দল। জামাল মুসিয়ালার দুর্দান্ত প্রত্যাবর্তনও যেন আরও আত্মবিশ্বাস যোগাচ্ছে শিরোপার অন্যতম দাবিদারদের।
Read Entire Article