মুস্তাফিজ বিষয়ে সর্বশেষ যা জানালেন বিসিবি সভাপতি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার অজুহাতে টাইগার পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই বিসিবি এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-কে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,"মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম সেরা খেলোয়াড় এবং ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। কোনো ক্রিকেটারকে এভাবে অসম্মান করা যায়, আমরা তাতে অত্যন্ত মর্মাহত।" ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বুলবুল বলেন, "আমরা নিরাপদ বোধ করছি না যে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। নিরাপত্তা এখন আমাদের জন্য বড় চিন্তার বিষয়। আইসিসির উত্তরের ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ।" ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের ওপর এই সংকটের প্রভাব নিয়ে তিনি জানান, বর্তমানে বিসিবির পূর্ণ মনোযোগ বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ই

মুস্তাফিজ বিষয়ে সর্বশেষ যা জানালেন বিসিবি সভাপতি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার অজুহাতে টাইগার পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই বিসিবি এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-কে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,"মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম সেরা খেলোয়াড় এবং ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। কোনো ক্রিকেটারকে এভাবে অসম্মান করা যায়, আমরা তাতে অত্যন্ত মর্মাহত।"

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বুলবুল বলেন, "আমরা নিরাপদ বোধ করছি না যে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। নিরাপত্তা এখন আমাদের জন্য বড় চিন্তার বিষয়। আইসিসির উত্তরের ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ।"

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের ওপর এই সংকটের প্রভাব নিয়ে তিনি জানান, বর্তমানে বিসিবির পূর্ণ মনোযোগ বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ইস্যুতে, এবং দ্বিপক্ষীয় সিরিজের বিষয়টি ভবিষ্যতের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow