মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

বিশ্বমানের পেসার মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না আইপিএল। তার পরিবর্তে বিকল্প ক্রিকেটারের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে আলোচনায় সম্ভাব্য যেসব ক্রিকেটার রয়েছে তাদের কেউই মুস্তাফিজ সমমানের নয়; কিংবা তার ধারেকাছেও নেই। মুস্তাফিজকে হারিয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার। মুস্তাফিজের পরিবর্তে কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন তিন ক্রিকেটার— ১. ঝাই রিচার্ডসন- কলকাতার নজরে রয়েছেন ঝাই রিচার্ডসন। অজি পেসারের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দুটি দলের হয়ে। ২০২১ সালে পাঞ্জাব কিংসের হয়ে তিনটি এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি ম্যাচ খেলেছেন। নিলামে অবিক্রীত থাকা এই ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে কলকাতা ২.  মাইকেল ব্রেসওয়েল- ফিজের পরিবর্তে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রয়েছেন কেকেআর কর্তৃপক্ষের নজরে। ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন। তবে এবারের নিলামে তাকে কোনো দলই কেনেনি। ২০২৫ সালে ২৯ ম্যাচে তার শিকার ২৩ উইকেট। বোলিংয়ে মুস্তাফিজ মানের না হলেও বিকল্প হিসেবে তাকে নিতে পারে কলকাতা ৩. জেরাল্ড কোয়েটজি- কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ড

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার
বিশ্বমানের পেসার মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না আইপিএল। তার পরিবর্তে বিকল্প ক্রিকেটারের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে আলোচনায় সম্ভাব্য যেসব ক্রিকেটার রয়েছে তাদের কেউই মুস্তাফিজ সমমানের নয়; কিংবা তার ধারেকাছেও নেই। মুস্তাফিজকে হারিয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার। মুস্তাফিজের পরিবর্তে কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন তিন ক্রিকেটার— ১. ঝাই রিচার্ডসন- কলকাতার নজরে রয়েছেন ঝাই রিচার্ডসন। অজি পেসারের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দুটি দলের হয়ে। ২০২১ সালে পাঞ্জাব কিংসের হয়ে তিনটি এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি ম্যাচ খেলেছেন। নিলামে অবিক্রীত থাকা এই ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে কলকাতা ২.  মাইকেল ব্রেসওয়েল- ফিজের পরিবর্তে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রয়েছেন কেকেআর কর্তৃপক্ষের নজরে। ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন। তবে এবারের নিলামে তাকে কোনো দলই কেনেনি। ২০২৫ সালে ২৯ ম্যাচে তার শিকার ২৩ উইকেট। বোলিংয়ে মুস্তাফিজ মানের না হলেও বিকল্প হিসেবে তাকে নিতে পারে কলকাতা ৩. জেরাল্ড কোয়েটজি- কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি । আইপিএলে ১৪টি ম্যাচে ১৫টি উইকেট রয়েছে তার। ডেথ ওভারে খারাপ বল করেন না যদিও তা মুস্তাফিজ সমমানের নয়। এবারের নিলামেও দল পাননি জেরাল্ড কোয়েটজি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow